শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এতোদিন পর তামিম বললেন, শুরুতে ব্যাটিং করা কঠিন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগে ৩৩৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলে পাকিস্তানের বিমান ধরেন তামিম ইকবাল। প্রায় ১১ মাস পরে টেস্ট খেলতে নামা তামিমের ওপর প্রত্যাশার পারদ ছিল পাহাড় সমান। যদিও নিদারুণ ব্যর্থ দেশ সেরা এই ওপেনার। দুই ইনিংসে করেছেন ৩ ও ৩৪ রান। প্রথম ইনিংস নিয়ে তামিমের তেমন আক্ষেপ না থাকলেও ৩৪ রানের ইনিংসটি নিয়ে দারুণ আক্ষেপ তার।

টেস্ট ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে উইকেটের আচরণ বুঝতে কিছুটা সময় লাগে ব্যাটসম্যানদের। তাই সেই ইনিংসে রান না পেলেও আফসোস নেই তার।

তামিম বলেন, 'প্রথম ইনিংসে যখন আমি আগে আগে আউট হয়ে গেছি, টেস্ট ক্রিকেটে এমন হবেই। ৩৪-৩৫ রান করাটাও খুব কঠিন টেস্ট ক্রিকেটে, যখন আপনি প্রথমে ব্যাটিংয়ে নামবেন তখন।'

দ্বিতীয় ইনিংসে রান বড় না করতে পারার ব্যাখ্যায় তিনি বলেন, 'পরিশ্রম না করে যদি আপনি বড়টা না করেন, সেটা আরও বেশি হতাশাজনক। আমি বলেন বা দলের পক্ষ থেকে যারাই আছে, দুই-তিনটা ত্রিশ-পয়ত্রিশের রান ছিল, যা আসলে বড় হওয়ার দরকার ছিল।

ওদের কথা যদি বলি, ওদের যে রান করেছে সে বড় রান করেছে, যে রান করেনি, সে দ্রুত আউট হয়ে গিয়েছে। দুই দলের মধ্যে এটাই একটা পার্থক্য।'

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমহীন টাইগার টপ অর্ডারে তামিমই ছিলেন ভরসার মূল কেন্দ্রবিন্দুতে। সিনিয়র ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ইনিংসে রান না বাড়ানোর আক্ষেপ নিয়ে তামিম আরও বলেন, 'আমি আজকে সেট হয়ে গেছিলাম। সাধারণত প্রথম ইনিংসে দ্রুত আউট হলে তেমন বড় সমস্যা হয় না।

প্রথম ইনিংসে আপনি দ্রুত আউট হতেই পারেন। আমি সেট ছিলাম, আরও সময় ব্যাটিং করা উচিত ছিল কারণ আমি সিনিয়র। আমরা সবাই ভুল করি। ভুল করেছি বলেই দল এই পরিস্থিতিতে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়