শিরোনাম

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া কী রানী ভিক্টোরিয়া হয়ে গেছেন যে, তাকে আইনের ঊর্ধ্বে রাখা হবে, সংসদে মৃণাল কান্তি দাস

আবুল বাশার নূরু: রোববার বিকেলে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ দলীয় এমপি মৃণাল কান্তি দাস।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিশ্বাসীরাই ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে, আর পাকিস্তানে বিশ্বাসীদের বাংলাদেশে ঠাঁই হবে না। পাকিস্তান পন্থিদের আর কোনদিন এ দেশের মানুষ বিশ্বাস করবে না।

মৃণাল বলেন, আহসানউল্লাহ মাস্টার, শাহ এ এস এম কিবরিয়া, মানিক সাহা, হুমায়ুন কবির বালু, শামসুর রহমানসহ ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছেন খালেদা জিয়া। সেই খালেদার মুক্তি চাওয়া হয় সংসদে। অত্যাচারী নিষ্ঠুর মানুষ হিসেবে যিনি পরিচিত তার জন্য কেন এত মায়াকান্না? এতিমের টাকা লুটপাট করে খেয়ে যার সাজা হয়েছে, উচ্চ আদালতে তার সাজা দ্বিগুণ হয়েছে। তাকে কেন মুক্তি দিতে হবে?

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এরা আইনের প্রয়োগ চায় না। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক তা তারা চায় না। লন্ডনে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সংসদে তার প্রশংসা করা হয়। তাদের এই আচরণে সভ্যতা লজ্জা পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়