শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিষ্ণুর ঘূর্ণিতে হঠাৎ এলোমেলো বাংলাদেশের ব্যাটিং লাইন

আক্তারুজ্জামান : যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে শিরোপা জয়ের স্বপ্নটা আরও জোরালো করেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ব্যাটিংয়ে নেমে শুরুটাও বেশ ভালো হয়েছিলো। ওপেনিং জুটিতে ৫০ রান এনে দিয়েছিলেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। তবে রবি বিষ্ণুর লেগ স্পিন ঠিক মতো বুঝে উঠতে পারছে না জুনিয়র টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার খেলেছে বাংলাদেশ যুবদল। ৩ উইকেট হারিয়ে রান তুলেছে ৬৪। আকবর আলী ২ ও শাহাদাত হোসেন বিনা রানে ক্রিজে আছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া পারভেজ ইমন ২৫ রানে মাঠের বাইরে চলে গেছেন।

এর আগে দলীয় ৫০ রানের মাথায় বোলিংয়ে এসে ওপেনার তানজিদ হাসান তামিমকে কার্তিক তিয়াগির হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান ভারত অনূর্ধ্ব ১৯ দলের লেগ স্পিনার রবি বিষ্ণু। ২৫ বলে এক ছক্কা এবং ২ চারের সাহায্যে ১৭ রান করেন তানজিদ। ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়কে ফেরান সেই বিষ্ণু। মাত্র ৮ রান করে বোল্ড হয়ে ফিরতে হয়েছে জয়কে। দলীয় ৬২ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন তৌহিদ হৃদয়ও।

এর আগে পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারতকে ১৭৭ রানে অলআউট করে বাংলাদেশের যুবারা। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন আসরে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার যাশাসবি জয়সাওয়াল।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন অভিষেক দাস। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। ম্যাচের শুরু থেকেই ক্রমাগত ভালো বোলিং করে বাংলাদেশ। ফলে রান তুলতে ব্যর্থ হয় ভারতের ওপেনাররা। তানজিম হাসান সাকিব প্রথম তিন ওভারে মাত্র একটি ওয়াইড দেন। এরমধ্যে টানা ১৭টি ডট বল দেন তিনি।

শুরুর ভাগেই চাপে পড়া ভারতের উইকেট আদায় করে বাংলাদেশ। ওপেনার দিবিনাশ সাক্সেনার উইকেট আদায় করে নেন অভিষেক দাস। ১৭ বলে দুই রান করে মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন সাক্সেনা। সাক্সেনা ফেরার পর হাল ধরেন জয়সাওয়াল ও তিলক বার্মা। ধীরগতিতে ইনিংস মেরামতের কাজ চালিয়ে যায় তারা। দুজন মিলে গড়েন ৯৪ রানের জুটি।

তারপর ৬৫ বলে ৩৮ রান করা তিলককে ফেরান তানজিম হাসান সাকিব। এরপর উইকেটে আসেন অধিনায়ক প্রিয়ম গার্গ। ৯ বলে ৭ রান করা গার্গকে ফেরান রকিবুল হাসান। দাপুটে বোলিং অব্যাহত রাখে বাংলাদেশ।

এরই সুফল নেন দেন পেসার শরিফুল। শুরু থেকেই দেখেশুনে খেলা জয়সাওয়ালকে তানজিদ হাসানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। যাওয়ার আগে আটটি চার ও একটি ছক্কায় ৮৮ রান করেন জয়সাওয়াল।

এরপরের বলেই সিদেশ বীরকে লেগ বিফোর উইকেটের মাধ্যমে ফেরান শরিফুল। জয়সাওয়ালকে হারিয়ে আরও ক্ষুরধারে পরিণত হয় বাংলাদেশের বোলিং। শেষের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় ২০০ রানের আগেই অলআউট হয় ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়