শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমর আবদুল্লাহ অতিরিক্ত জনপ্রিয়, এমনকি জঙ্গীরাও সমীহ করে, এ কারণেই আটকে রাখা হয়েছে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীকে

আসিফুজ্জামান পৃথিল : যখন কাশ্মীরে জঙ্গী সক্রিয়তা ভয়াবহ ছিলো এবং সবাই নির্বাচন বয়কট করছিলেন, তখনও ব্যাপকহারে ভোট পেয়েছেন ওমর আবদুল্লাহ। জনপ্রশাসন আইনের অধীনে আটক দেখানোর কারণ হিসেবে এ কথা বলেছে ভারতের কেন্দ্র সরকার। এনডিটিভি

তাকে আটক করার ডেশিয়ে খোর সুযোগ পেয়েছে ভারতের টেলিভিশন এনডিটিভি। এতে বলা হয়েছে, ন্যাশনাল কনফারেন্স এর ভাইস গ্রেসিডেন্ট নিজের উগ্র ধর্মীয় আদর্শ ধারণ করেন যা প্রায়শই কাজেও লাগান। অবশ্য এই ডোশিয়েতে দারি পক্ষে কোনও ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বিচ্ছিন্নতাবাদীরা সবসময়ই ভোট বর্জনের কথা বললেও কাশ্মীরের জনতা তাকিয়ে থেকেছে ওমর আব্দুল্লাহর দিকে। তার আহ্বানে সারা দিয়ে ভোটও দিয়েছে। এতে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো বাঁধা পর্যন্ত দেয়নি।

গত বছরের ৫ আগস্ট থেকে সিআরপিসি আইনের ১০৭ ধারায় গৃহবন্দী আছেন ওমর। এই আইন অনুযায়ী ৬ মাস পরে ৫ ফেব্রুয়ারি তার মুক্তি পাবার কথা থাকলেও বিতর্কিত জননিরাপত্তা আইনের আওতায় ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়াও অভিযোগ করা হয়েছে ওমর আব্দুল্লাহ কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে টুইটারের মাদ্যমে জনগনকে উত্তেজিত করার চেষ্টা করে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন।

অবশ্য ওমর আব্দুল্লাহ সর্বশেষ টুইট করেন কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রাক্কালে ৫ আহস্ট। তিনি সেই টুইটে সকল কাশ্মীরিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। এরপরই তিনি গ্রহবন্দী হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়