শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংশধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা

মশিউর অর্ণব: তিনি জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনটি কার্যকরের পরই তার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই কোনো সিদ্ধান্ত নেয়া থেকে তিনি বিরত থাকেন। আগে আইনজীবীদের সঙ্গে কথা বলে এই আইনের ব্যাপারে ভালোভাবে জ্ঞানার্জন করেন তিনি। তারপরই তিনি নিশ্চিত হন যে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরির জন্যই আইনটি বানিয়েছে বিজেপি। দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

মধ্যপ্রদেশের ইন্দোরের খাজরানা পৌরসভার বিজেপি কাউন্সিলর উসমান প্যাটেল পদত্যাগের পর বলেন, ‘বিগত ৪০ বছর ধরে একাগ্রতার সঙ্গে আমি বিজেপি করেছি। বর্তমানে বিজেপির সাম্প্রদায়িক ও প্রতিহিংসামূলক কার্যক্রম দেখে আমি বিরক্ত। আমি পদত্যাগ করলাম কারণ পার্লামেন্টে নাগরিকত্ব আইন পাস করে বিজেপি নিজেদের আদর্শ থেকে সরে যাচ্ছে। সংখ্যালঘু মুসলিমদের ভারত থেকে বিতাড়নের জন্যেই এই আইন সংশোধন করা হয়েছে। জিডিপি নেমে যাচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে, অথচ বিজেপি পড়ে আছে ধর্মীয় বিভাজন নিয়ে।’

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েই আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু এখন সবকিছুই বদলে গেছে, আমি আর বিজেপির রাজনীতিতে বিশ্বাস রাখতে পারছি না।’

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে চলতি বছরের জানুয়ারিতে বিজেপি থেকে পদত্যাগ করেন আরও ৮০ জন নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়