শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিনাক ও আফিফের ব্যাটে ঘুরে দাঁড়াল পূর্বাঞ্চল

স্পোর্টস ডেস্ক : কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলায় পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৮২ রান করেছে দক্ষিণাঞ্চল।
জবাবে প্রথম ইনিংসে ৩০৬ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩২৩ রান করেছে পূর্বাঞ্চল। শেষ দিনের আগে ১৪৭ রানের লিড পেয়েছে তারা।

আগের দিন ৫ উইকেটে ২৭০ রান করা পূর্বাঞ্চল তৃতীয় দিনের শুরুতে অলআউট হয়। নাসির হোসেন (২৮), জাকির হাসানরা (২৫) কেউই বেশি অবদান রাখতে পারেননি। দক্ষিণাঞ্চলের হয়ে ৫ উইকেট নেন মেহেদী হাসান। তিন উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।

দ্বিতীয় ইনিংসে পিনাক ঘোষের সেঞ্চুরিতে বেশ সাবলীলভাবে ফলো অন কাটিয়ে উঠে পূর্বাঞ্চল। পিনাক সেঞ্চুরি করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। ২৭ বলে ২৮ রান করে রান আউটের শিকার হন তিনি।

এ ছাড়া ইয়াসির আলী (৩), ইমরুল কায়েস (১৬) ও নাসির হোসেনরাও (২২) এদিন ব্যর্থ হন। আশরাফুলের মতো সেঞ্চুরি হাঁকানো পিনাক ঘোষও রানআউটের শিকার হন। ফেরার আগে ১৪টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন তিনি।
২২৭ রানে পাঁচ উইকেট হারানো দলটি এ দিন পুনরায় পথ দেখতে পায় আফিফ হোসেনের ব্যাটে। ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। তাঁর সঙ্গী জাকির হাসান আছেন ২৮ রানে।

সংক্ষিপ্ত স্কোরঃ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৮২/১০ (১০১.৩ ওভার)
(সোহান ১৫৫, বিজয় ১২৯, মেহেদী ১১২; রেজাউর ৩/৯৬)

পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৩০৬/১০ (৯৫.২ ওভার)
(পিনাক ৮০, আশরাফুল ৭১; মেহেদী ২/৯৮)
পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩২৩/৫ (৭০ ওভার) (ফলো অন)
(পিনাক ১২১, আফিফ ৯৩*; রাব্বি ১/২৭)

  • সর্বশেষ
  • জনপ্রিয়