শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নম্বর স্পুফিং করে প্রতারণার মাধ্যমে টাকা হাতানো চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার দুইজন

সুজন কৈরী : সদ্য শেষ হওয়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের তিন কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই জন হলেন- সাইদুল ইসলাম বিপ্লব (৩০) ও পলাশ ইসলাম (২৮)।

শনিবার রাতে হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ওসির মোবাইল নম্বর স্পুফিং করে যোগাযোগের পরে নিজেই ম্যাজিস্ট্রেট সেজে ভোটে জেতানোর জন্য সহযোগিতার আশ্বাসে সাইদুল ইসলাম এমন প্রতারণা করেন। অন্যজন তাকে সহযোগিতা করে। এ ঘটনায় আদাবর থানা ২টি ও মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

রোববার পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ডিএনসিসির ৩০ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী ইয়াসিন মোল্লার কাছে পাঁচ লাখ ও জয়ী আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেমের কাছে ৭ লাখ এবং পাশের ৩১ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী ডেইজী সারওয়ারের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেন তারা।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্ট সক্রিয় ২৯টি মোবাইল সিম, চারটি মোবাইল ফোন, নগদ ৪০ হাজার টাকা, ১২০০ ডলার ও একটি পাসপোর্ট পাওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ২০১৭ সাল থেকে মোট ৮১১ জনের পরিচয় ব্যবহার করে সাইদুল ইসলাম পুলিশ কর্মকর্তা ও সচিবসহ প্রভাবশালী ব্যক্তিদের মোবাইল নম্বর স্পুফিং করে লাখ লাখ টাকা হাতিয়েছেন।

ভোটে জিততে প্রার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি বিপ্লব বিজয় বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়