শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর মেডিকেলে চীন ফেরত শিক্ষার্থীর অবস্থা ভালো, জানালেন মেডিকেল বোর্ড প্রধান

মহসীন কবির:  রোববার দুপুরে চীন ফেরত শিক্ষার্থীর গঠিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড প্রধান দেবেন্দ্রনাথ সরকার এ তথ্য জানান।তিনি জানান, নমুন সংগ্রহের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে। ডিবিসি টিভি

জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন চীন ফেরত এক শিক্ষার্থী। হাসপাতালের আইসোলেশন বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। গতকাল বেলা ১টায় হাসপাতালের ৫ শয্যার বিশেষ ওয়ার্ডে চীনের আনুই ইউনিভার্সিটি এন্ড টেকনোলজ্থির শিক্ষার্থী তাসদীদ হোসেনকে (২৫) ভর্তির পর রোগ নির্ণয়ে চিকিৎসকরা দফায় দফায় বোর্ড সভা করেন।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোকাদ্দেম জানান, শনিবার দুপুরে তাসদীদ ভর্তি হয়। যেহেতু চীন থেকে এসেছে তাই আমরা বিশেষ ওয়ার্ডে তাকে চিকিৎসা দিচ্ছি। আমাদের চিকিৎসকরা তাকে দেখাশোনা করছেন। এ ব্যাপারে ঢাকার রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) সঙ্গে কথা বলা হয়েছে। তারা নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে আসবেন।তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো। এটা করোনার উপসর্গ কিনা তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ দল আসছেন। তার চিকিৎসার জন্য আমাদের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়দের সমন্বয়ে আলাদা টিম কাজ করছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নীলফামারী জেলার ডোমার মীর্জাগঞ্জ এলাকার আলতাফ হোসেনের পুত্র তাসদীদ হোসেন আড়াই বছর ধরে চীনের আনুই ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।

চীনে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করলে গত ২৯শে জানুয়ারি তাসদীদ দেশে ফেরেন। দেশে ফেরার পর জ্বর অনুভব করলে ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনের পর্যবেক্ষণে তাকে রাখা হয়। শনিবার সকালে তাসদীদের শ্বাসকষ্ট তীব্র হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়