শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাস ইনফেকশন থেকে দূরে থাকার উপায়

নিউজ ডেস্ক : সময়ের বদলে ঘরে ঘরে দেখা দেয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। অনেকে জ্বর-সর্দি-কাশিতে ভোগেন । শিশু, বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। তবে কিছু সাবধানতা অবলম্বন করলে ইনফ্লুয়েঞ্জা থেকে বাঁচার সম্ভাবনা থাকে। একুশে টিভি

১.শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে হলে হালকা ব্যায়াম করাটা জরুরি। সিঁড়ি দিয়ে ওঠানামা এবং ঘরে হাঁটাচলা স্বাভাবিক রাখতে হবে।

২.সর্দি-কাশি হলে মাস্ক ব্যবহার করতে হবে। দূষিত বাতাস থেকে অ্যালার্জি হলে সর্দি-কাশি আরও বাড়তে পারে। তাই বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তবে মাস্ক ব্যবহার করলে যদি সমস্যা হয়, তাহলে টিস্যু পেপার বা ন্যাপকিন সঙ্গে রাখুন।

৩.কাশির মাধ্যমে জীবাণু ছড়ায়। যখন কাশি হবে, ন্যাপকিন দিয়ে মুখ তো ঢাকবেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে কাশির সিরাপ খান। অফিসে কারও সর্দি-কাশি হলে দূরত্ব বজায় রাখুন।

৪.বাইরে বের হলে হ্যান্ড স্যানিটাইজার রাখুন। আপনি যে সিটে বসছেন, যে কম্পিউটার ব্যবহার করছেন, যে ফোন ব্যবহার করছেন সব কিছুতেই জীবাণু জড়িয়ে আছে। তাই প্রতিদিন পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। আর বাইরে থেকে বাড়ি ফিরে ভাল করে হাত-মুখ ধুয়ে ফেলুন।

৫. যদি কোনো ভাইরাস আক্রমণের মুখোমুখি হোন, তবে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ না হওয়া পযর্ন্ত বাড়িতে বিশ্রাম নিন। এই সময়টায় যকো কম মানুষের সংস্পর্শে আসবেন ততই স্বাস্থ্যের জন্য ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়