শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু পরিবর্তন, চট্টগ্রাম থেকে সরিয়ে সিলেট

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের মাঝামাঝির দিকে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। টাইগারদের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। ওয়ানডে সিরিজের ভেন্যু করা হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামকে। কিন্তু এই ভেন্যু পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই ব্যাপারে বলেন, ‘ভেন্যু পরিবর্তনের পেছনে বিশেষ কোনো কারণ নেই। চট্টগ্রামে নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ হয়। বিপিএলের ম্যাচও বেশি থাকে চট্টগ্রামে। সিলেটে সে তুলনায় কম খেলা থাকে। দেশের অন্যতম সুন্দর এই ভেন্যুতে খেলা বাড়াতে চায় বোর্ড। এজন্যই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চট্টগ্রাম থেকে সিলেটে নেয়া হয়েছে। সামনে অস্ট্রেলিয়া আসবে তখন চট্টগ্রামেও খেলা থাকবে।’

এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছাবে জিম্বাবুয়ে। এরপর ১৮-১৯ ফেব্রুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

২২ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি খেলার পর সিলেট যাবে জিম্বাবুয়ে দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি দিবা রাত্রির ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ।

এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আবারো ঢাকায় ফিরবে দল দুটি।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মার্চ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মার্চ। ১২ মার্চ নিজ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে। বাংলাদেশ সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলার কথা ছিলো জিম্বাবুয়ের। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজও খেলবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়