শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিরোপার লড়াইয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। আইসিসি যুব বিশ্বকাপের শিরোপা জিততে টপকাতে হবে। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

এই ম্যাচের আগে দুই দলই রয়েছে অপরাজিত। আসরে কোনো দলই এখনো কোনো ম্যাচ হারেনি। জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া দুই দলই তাই এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

সেক্ষেত্রে ফাইনালেও বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ের দায়িত্ব থাকবে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের। টপ ও মিডল অর্ডারে ভারতের বোলিংকে সামলাবেন সেমিফাইনালের নায়ক মাহমুদুল হাসান জয়, পরীক্ষিত তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, অধিনায়ক আকবর আলীরা।

শামিম অবশ্য স্পিনেও হাত ঘুরাবেন। আসরে রঙ ছড়ানো স্পিনার রকিবুল হাসানের দিকে দল তাকিয়ে থাকবে এদিনও। আরেক স্পিনার হাসান মুরাদও দেখাতে পারেন ঘূর্ণিজাদু। এছাড়া গতি দিয়ে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে কাজে লাগানোর চেষ্টা থাকবে শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের।

সেমিফাইনালের কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারে ভারতও। এর আগে চারটি যুব বিশ্বকাপ জেতা ভারত এই ম্যাচে ফেভারিট তকমা পেতেই পারে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বড় টুর্নামেন্টগুলোতে এর আগে সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। দুটি ম্যাচ পণ্ড হয়েছে, চারটি ম্যাচে জিতেছে ভারত, বাংলাদেশ জিতেছে কেবল একটিতে।

এই ম্যাচেও বাগড়া আনতে পারে বৃষ্টি। পচেফস্ট্রুমের মেঘলা আকাশ আর আবহাওয়া অফিসের বার্তা এমন আভাসই দিচ্ছে। সেক্ষেত্রে মাঠ ও পরিবেশ খেলার অনুপযোগী হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে। রিজার্ভ ডে’তেও বৃষ্টি হলে শিরোপা পাবে দুই দলই।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।

ভারত : যশস্বী জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়