শিরোনাম
◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ আওয়ামী লীগের সব শর্ত মেনেই এমপি হয়েছেন সাকিব: ওবায়দুল কাদের ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩ ◈ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজায় ফিলিস্তিনিরা: জাতিসংঘ ◈ ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় এক হালি আম ২৫ হাজার টাকায় বিক্রি

মাজহারুল ইসলাম : শীতকালে গাছে আম, হাওরবেষ্টিত উপজেলা নাসিরনগরের মানুষের কাছে তা অবিশ্বাস্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই শীতে নাসিরনগরের একটি গাছে আম ধরেছে। উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ছাতিকামলা পাড় মসজিদের গাছের ৪টি আম গত শুক্রবার জুমার নামাজের সময় নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যায়যায়দিন

জানা গেছে, ওসমান গনি নামে এক যুবক শতবর্ষী ওই মসজিদে ১টি আমের চারা রোপণ করেছিলেন। স্থানীয় ভাষায় 'আইশ্বনা' জাতের ৪টি চারা রোপণের ৩ বছরের মাথায় গাছে মুকুল আসতে শুরু করে। আমও ধরে। একেকটি আমের ওজন প্রায় ৪০০ থেকে ৫০০ গ্রাম হয়। বছরে ৩বার আম ধরে ওই গাছে। এ বছর শীতে ৬টি আম ধরেছে। এর মধ্যে চারটি পরিপক্ব আম উন্মুক্ত নিলামে তোলা হয়।

মুসলিস্নরা জানান, একজন নিলামকারী আম হাতে নিয়ে হাঁক ছাড়েন, '৫০১ টাকা' তখন কোনো এক মুসলিস্ন দাম বলেন ১০০১ টাকা। এভাবে একে একে ২০০১, ৪০০১ ও ৫০০১ দাম বলতে বলতে ১০হাজারের কোটায় ছাড়িয়ে নেন উৎসাহী মুসলিস্নরা। শেষ পর্যন্ত ২৫ হাজারে স্থির হয় আম ৪টির দাম। জুমার নামাজে অংশ নিতে আসা প্রায় ২৫০ জন মুসল্লির উপস্থিতিতে নিলাম অনুষ্ঠিত হয়। আমগুলো কিনেছেন মো. শাহ আলম মিয়া নামে এক মুসল্লি।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, আমি শুনেছি ধরমন্ডল ইউনিয়নে বারোমাসি আমগাছ আছে। ৪টি আম ২৫ হাজার টাকায় বিক্রির বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়