শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমরা যা পারিনি তোমরা সেটা করে দেখাও, ভারতকে হারিয়ে শিরোপা আনো’

রাকিব উদ্দীন : ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চার বছর আগে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে স্বপ্ন ভাঙ্গে টাইগার যুবাদের। সেবার দলের অধিনায়কত্বে ছিলেন বর্তমান জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তবে এবার যুবা টাইগাররা নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। টানা ৯ ম্যাচ অপরাজিত বাংলাদেশ দল ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতবে বলে আশাবাদী মিরাজ।

আগামীকাল পচেনফস্ট্রুমে গড়াবে আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আকবর, মাহমুদুল হাসান জয়দের একটাই কথা বলব। আমরা যে কাজটা করে আসতে পারিনি, তোমরা সেটা করে দেখাও। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাও। আমরা সবাই তোমাদের দিকে তাকিয়ে।’

গতবারের আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সেমিফাইনালে হেরে যাওয়ায় খুব আঘাত পেয়েছিলাম। ওই কষ্টটা কাটিয়ে উঠতে অনেক দিন লেগেছিল আমার। অভিজ্ঞতা থেকে জয়দের বলছি, দারুণ সুযোগ তোমাদের সামনে। জানপ্রাণ লড়িয়ে দাও মাঠে।’

এছাড়া দলের গুটিকয়েকের উপর চাপ না দিয়ে পরিপূর্ণ দল নিয়ে লড়তে বলেছেন মিরাজ, ‘শুধু এক বা দু’জনের উপরে ভরসা করে কিন্তু ভারতের বিরুদ্ধে ফাইনাল জেতা সম্ভব নয়। এই ভারত খুবই শক্তিশালী দল। টিম গেমের উপরে ভরসা করে যেমন খেলে এসেছে, সেই খেলাই খেলতে হবে ফাইনালে।’

রবিবার ফাইনালে বাংলাদেশের রণনীতি কী হওয়া উচিৎ? মেহেদী বলছেন, ‘অন্তত একজন পেসারকে জ্বলে উঠতেই হবে। স্পিনার দিয়ে রান আটকে রাখতে হবে। আর ব্যাট করার সময়ে মিডল অর্ডারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।’

ইদানিং সীমিত ওভারের ম্যাচে দুই প্রতিবেশী দেশের দেখা হওয়া মানেই বারুদে ঠাসা খেলা। রবিবারও একটা উত্তেজক ম্যাচ হবে বলেই মনে করছেন বাংলাদেশ যুব দলের সাবেক অধিনায়ক। আর এই ম্যাচে যদি বাংলাদেশ জয় পেয়ে শিরোপা অর্জন করতে পারে তাহলে চার বছর ধরে বয়ে বেড়ানো দুঃসহ কষ্ট ভুলবেন মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়