শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউতে শিশু কিডনী রোগ বিষয়ে দুইদিনব্যাপী ৫ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

শাহীন খন্দকার: পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএনএসবি)-এর উদ্যোগে শিশু কিডনী রোগ বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফ্রেব্রুয়ারি) পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএনএসবি) পঞ্চম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ও শিশু কিডনী রোগ বিষয়ক সেমিনারে ভারত, ইতালি, সিঙ্গাপুরসহ ৬ দেশের ফ্যাকাল্টিবৃন্দের প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, ২০০৬ সালের পর থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শিশুর সফল কিডনী ট্রান্সপ্ল্যান্ট হয়েছে এবং বছরে প্রায় দেড় হাজার শিশু কিডনী রোগীর ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে। ঢাকার বাহিরে সদর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলোতে শিশু কিডনী রোগের চিকিৎসার সুব্যবস্থা প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উপচার্য্য বলেন, বাংলাদেশের এবং বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকগণের মধ্য দিয়ে শিশু কিডনী রোগের চিকিৎসার আধুনিক জ্ঞানের আদান প্রদান হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশে শিশু কিডনী চিকিৎসাশাস্ত্রে এক নতুন দিগন্ত উম্মোচিত হলো। শিশু কিডনী রোগ বিষয়ক সেমিনার বিশেষজ্ঞগণ, শিক্ষক ও সংশ্লিষ্ট মেডিক্যাল শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও জ্ঞানের বিনিময়, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সাথে সাথে শিশু কিডনী রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসাসেবায় অবদান রাখবে। এসময়ে চিকিৎসকগণ শিশু কিডনী রোগের তাদের গবেষণাপত্র তুলে ধরেন।

শিশু কিডনী রোগের সাধারণ এবং জটিল উপসর্গ নিয়ে আলোচনা করেন। ২০০৪ সালে পেডিয়াট্রিক্স নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএনএসবি) প্রতিষ্ঠিত হবার পর থেকে প্রতি দুই বছর পর পর এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়ে আসছে। কনফারেন্সে প্রায় সাড়ে পাঁচ শত জন দেশী-বিদেশী চিকিৎসক অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক নেফ্রোলজি এসোসিয়েশন এর প্রেসিডেন্ট সিঙ্গাপুরের অধ্যাপক হুই কিম ইয়াপ, অংশ গ্রহণ করেন।

সভাপতিত্ব করেন পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অফ বাংলাদেশ সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মাঈনউদ্দিন। স্বাগত বক্তব্য রাখবেন পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অফ বাংলাদেশ সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. আনোয়ার হোসেন খান। শিশু কিডনী বিভাগের অধ্যাপক ডা. রণজিত রঞ্জন রায়, সহযোগী অধ্যাপক ডা. আফরোজা বেগম। অন্যান্য বিদেশীদেন মধ্যে অধ্যাপক ফ্রান্সিসকো ইমা (ইটালী) এ্যাসোসিয়েট অধ্যাপক রুপেস রাইনা, অধ্যাপক অরবিন্দ (ভারত) অধ্যাপক অরপনা এ. আইনজার (ভারত) সিনিয়র কনসালটেন্ট ডা. সিদ্ধার্থ সেট্টী (ভারত) সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ এস. আল রিয়ামু (ওমান) সেমিনারে ভারত, ইতালি, সিঙ্গাপুরসহ ৬ দেশের ফ্যাকাল্টিবৃন্দের প্রবন্ধ উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়