শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পুলিশের পোশাক পড়া অবস্থায় ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পুলিশের পোশাক পরে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীর কাটাখালি থানাধীন সুচারন এলাকায় অভিযান চালিয়ে পৃথক চারটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে চারটি দামি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত পুলিশের চারটি পোশাক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- সুচারন এলাকার জামাল উদ্দিনের ছেলে সাগর (২২), একই এলাকার আব্দুল মতিনের ছেলে রুহুল আমিন (২০) মো: মুকবেলের ছেলে নিলয় (২০) ও রপসী ডাঙ্গা এলাকার জামাল হোসেনের ছেলে মো: শ্রাবন (২০)।

মামলার এজাহারের বরাত দিয়ে কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুুর রহমান সাংবাদিককদের জানান, শুক্ররাত রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকার অমিত হাসান ফয়সাল (২২), মো: সোহান (২২) মো: রাব্বেল (১৭), মো: আব্দুল্লাহ বিন জোয়ের (১৭), মো: সামিরুল (১৮) মিলে সুচারণ এলাকায় অমিত হাসানের খালার বাড়ি বেড়াতে যায়।

পরে ওই এলাকার তাদের এক বন্ধু রাব্বির সাথে খেজুরের রস খেতে পাশের একটি আম বাগানে যায়। এসময় জেলার পুঠিয়া থানা পুলিশের (পুলিশের পোশাক পরিহিত অবস্থায়) পরিচয় দিয়ে অভিযুক্ত চারজন সেখানে গিয়ে রস খাওয়ার অপরাধে তাদের বেধড়ক পেটাতে শুরু করে। একপর্যায়ে তাদের কাছ থেকে একটি স্যামসাং এ-৭, একটি স্যামসাং প্রো প্রাইম, একটি আইফোন ৫-এস ও একটি সাওমি ওয়াই-৩ জোরপূর্বক ছিনিয়ে নেয়।

ওসি আরো জানান, এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী বলে জানান ওসি। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়