শিরোনাম

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বই মেলায় হুমায়ূন আহমেদকেই খুঁজে চলেছেন পাঠকরা

আসিফ কাজল: অমর একুশে বইমেলা চত্বর। ফুলের তোড়ায় মোড়ানো তরুণীদের মাথা যেনো রঙবেরঙের মুকুট।তাদের দুচোঁখ খুজেছে রঙ্গীন মলাটে প্রিয়জনের হাত ধরে। নতুন লেখকের লেখায় উৎসাহ আছে তবে তাদের মনোযোগ প্রিয় লেখককে ঘিরেই। আট বছর আগেই পৃথিবীর মায়া ছেড়ে আজও বঙ্গের পাঠকের মনে অমর। তিনি জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ।

এবারের অমর একুশে বই মেলায় পুস্তক প্রকাশনী ‘অন্যপ্রকাশ’ এর স্টলটিও এই কথাসাহিত্যিককে স্মরণ করেই সাজানো হয়েছে। সাদা দ্বিতল আবয়রের মধ্যে বই হাতে দাঁড়িয়ে আছে স্যার হুমায়ূন আহমেদ। মাথায় সেই চিরচেনা হ্যাট আর হাতে কাগজ।

অন্যপ্রকাশের বই বিক্রেতা আজিজুল হক মিলন জানান, শুধু তরুন বয়সীরা নয়, হুমায়ূন স্যারের বইয়ের প্রতি সব বয়সীদের মানুষের আগ্রহ সমান। এবছর লেখক সাদাত হোসেন, হরিশংকর জলদাস, সুমন্ত আসলাম এবং ইমদাদুল হক মিলনের বইয়ের কাটতি বেশি হলেও পাঠকরা এখনো হুমায়ুন আহমেদের বই বেশি কিনেন।

মেলা দেখতে এসে নুসরাত শারমিন নামের এক পাঠক বলেন, বাংলা শব্দমালা, গল্প-উপন্যাসের অনন্য কারিগড় ছিলেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে যদি কারও অনন্য অসাধারণ লেখনী থেকে থাকে তিনি হুমায়ূন আহমেদ।

প্রকাশনা প্রতিষ্ঠানটি জানায়, হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা বইয়ের বিক্রিও কোনো অংশে কম নয়। এবছরও তাকে নিয়ে লেখা বই বের করেছে অন্যপ্রকাশ। পাঠকের হাতে বইটি যেতে আরও কিছুদিন সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়