শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে বাড়লেও দিনে কমছে তাপমাত্রা, ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আসিফ কাজল: রাজধানী ঢাকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে এলেও দেশের উত্তরাঞ্চলে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়াও দিনের আকাশে সূর্যের অনুপস্থিতি থাকার কারণে কমে চলেছে তাপমাত্রা। রাতে তাপ বিকিরণের কারণে বাড়ছে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় ৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় ঢাকার তাপমাত্রা ছিলো ১৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রংপুর বিভাগসহ বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা শুনিবার রাত থেকেই প্রশমিত হয়ে দুই থেকে তিন ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশর আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকবে। তবে বরিশাল, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়