শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি আরডিজেএর

মো. আখতারুজ্জামান: ঢাকা সিটি নির্বাচন চলাকালে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) কার্যনির্বাহী সদস্য মাহবুব মমতাজী ও সাবেক কার্যনির্বাহী সদস্য উজ্জল হোসেন জিসানসহ অন্য সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আরডিজেএ।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। আরডিজেএ আয়োজিত এ কর্মসূচিতে সংহতি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা), দিনাজপুর সাংবাদিক সমিতি ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

আরডিজেএর সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিইউজে একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিইউজে একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএফইউজে সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, আরডিজেএর সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, আরডিজেএ প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতারুজ্জামান, ডিইউজে সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শাহজাহান মিয়া, দিনাজপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক একেএম ওবায়দুর রহমান প্রমুখ।

সোহেল হায়দার চৌধুরী বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার কথা সরকারের। কিন্তু সরকার এ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এর আগে সাংবাদিক সাগর-রুনী হত্যাকান্ডের বিচার এখনও করতে পারেনি সরকার। অবিলম্বে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অন্য বক্তারা বলেন, সাংবাদিকরা সব পক্ষের সংবাদই সংগ্রহ করবে। অন্য কোনো দেশে সাংবাদিকদের ওপর এভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হয় না। সাংবাদিক হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে সাংবাদিকরা। সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্র গঠন করেছে কিন্তু সাংবাদিকদের ওপর হামলা, আঘাত বন্ধ হয়নি। এ সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার, এটি প্রমাণ করতে চাইলে সাংবাদিকদের সুরক্ষা দিতেই হবে।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- আরডিজেএ সহ সভাপতি হিলালী ওয়াদুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এম. উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, সাংস্কৃতিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মাহবুব মমতাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়