শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

চট্টগ্রাম প্রতিনিধি: শুক্রবার রাতে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছে মহানগর ছাত্রলীগের একাংশ।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তালেব আলীর নেতৃত্বে শুক্রবার এক সভা ডেকে নগর ছাত্রলীগের ৪৬ সদস্য সভাপতি ইমরান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়ার বিরুদ্ধে অনাস্থা এনে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি (অনাস্থা) দেন।

ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বদ্বয়ের বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়, নগর ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটির সভা আহ্বানের নিয়ম থাকলেও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্মেলনবিহীন পাঁচটি থানা কমিটি গঠন করেছে। কমিটিগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও বিতর্কিত ও বিভিন্ন অপরাধে অভিযুক্তদের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছে।

এদিকে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার রাতে ডবলমুরিং ও চান্দগাঁও থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে নিজেদের অনুগতদের দিয়ে কমিটি দিয়েছে মহানগর ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

সম্মেলন ছাড়াই সদ্য ঘোষিত ডবলমুরিং থানা ও চান্দগাঁও থানা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে শুক্রবার নগরীর দেওয়ানহাট, চৌমুহনী মোড়, বহদ্দারহাট ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রলীগের একটি অংশ। এসময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধও করে তারা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়