শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে শিক্ষক পেটালো ম্যানেজিং কমিটি , ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

আবদুল ওহাব, শাজাহানপুর প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরের মালীপাড়া আর আর এম ইউ উচ্চ বিদ্যালয়ে মোঃ সারোয়ার জাহান নামে এক সহকারী শিক্ষককে পিটিয়েছে ম্যানেজিং কমিটির সদস্যরা। এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

শনিবার ৮ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষক সারোয়র জাহান সহ অন্যান্য শিক্ষকরা জানান, ম্যানেজিং কমিটির সদস্যরা প্রায়ই শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে। এসব বিষয়ে সহকারী শিক্ষক সারোয়ার জাহান নিষেধ করার কারণে দুদিন আগে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন লাদু এবং আবদুল মান্নান বিদ্যালয়ে এসে অতর্কিতভাবে তার উপর চড়াও হয় এবং মারপিট করে।

ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, সকলের সামনেই ওই শিক্ষককে লাঞ্চিত করা হয়েছে এবং বিষয়টি জানার পর বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ ও বিক্ষোভ করছে। সুতরাং আমরা এর বিচার দাবি করছি।

ছাত্র-ছাত্রীরা জানায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের সামনে ম্যানেজিং কমিটি হয়ে শিক্ষককে মারপিট করে সম্মানহানী করা সত্যিই লজ্জাজনক ও অশোভনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এধরনের ম্যানেজিং কমিটিকে স্কুল থেকে বিতাড়িত করার দাবি জানাচ্ছি।

এবিষয়ে জানতে চাইলে শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, এ পর্যন্ত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়