শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহির দ্বিতীয় শিকার, ফেরালেন অধিনায়ক আজহার আলীকে

শিউলী আক্তার : বাংলাদেশের বোলিং ইনিংসের নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাফল্যের দেখা পেলেন আবু জায়েদ রাহি। শূন্য রানে আবিদ আলীকে ফেরান তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শান মাসুদের সঙ্গে ৯১ রানের জুটি করা অধিনায়ক আজহার আলীকেও প্যাভিলীয়নের পথ ধরান এই পেসার। নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দেয়ার আগে ৩৪ রান করেন আজহার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৩ রান। ক্রিজে আছেন শান মাসুদ (৫৭) ও বাবর আজম (১)।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৩৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানকে যত তাড়াতাড়ি অল্পরানের মধ্যে আটকে দেয়ার লক্ষ্যে বোলিংয়ে নেমেছে মুমিনুলরা।

এর আগে শুক্রবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ১০ বলের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় মুমিনুল হকের দল। শাহীন শাহ আফ্রিদির বলে স্লিপে আসাদ শফিককে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এ টেস্টে অভিষেক হওয়া সাইফ হাসান।

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ট্রিপল সেঞ্চুরি করা তামিম ইকবাল মাত্র ৩ রান করে মোহাম্মদ আব্বাসের লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন।

এ অবস্থা থেকে দলকে টেনে তুলেন মুমিনুল ও শান্ত। তাদের জুটি থেকে আসে সর্বোচ্চ ৫৯ রান। পরে শাহীনের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়ে মুমিনুল বিদায় নিলে হাল ধরতে আসেন মাহমুদউল্লাহ। এবার ৩৩ রানের জুটি করে আব্বাসের বলে ক্যাচের শিকার হন শান্ত।

পঞ্চম জুটিতে মাহমুদউল্লাহ ও মিঠুন যোগ করেন ১২ রান। পরে লিটনকে সাথে নিয়ে ৫৪, তাইজুলের সাথে ৫৩, রুবেল হোসেনকে নিয়ে ১৫ ও আবু জায়েদের সাথে ৪ রানের জুটি হয় মিঠুনের।

নাসিম শাহর বলে উইকেটরক্ষকের হাতে বন্দী হয়ে মিঠুনের বিদায়ের পর আর কোনো রান যোগ না করেই রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জায়েদ। শূন্য রানে অপরাজিত ছিলেন ইবাদত হোসেন।

স্বাগতিকদের পক্ষে শাহীন শাহ আফ্রিদি চারটি, মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল দুটি করে এবং নাসিম শাহ একটি উইকেট পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়