শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতার শুভেচ্ছদূত হিসেবে ঢাকায় উর্বশী রাউটেলা

শিউলী আক্তার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছর মুজিববর্ষ বিভিন্ন আয়োজনে পালন করছে দেশবাসী। বাদ যাচ্ছে না দেশের ক্রীড়াঙ্গনগুলোও। ক্রিকেট ফুটবল থেকে শুরু করে সব ক্রীড়া সংস্থাগুলো বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করছে এই দিবস। এবার এর থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশের সাইক্লিং। মুজিববর্ষ উপলক্ষে তারাও এক মেগা ইভেন্টের আয়োজন করছে। প্রথমবারের মতো আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আন্তর্জাতিক স্টান্ট সাইক্লিং প্রতিযোগিতা। এই উপলক্ষে শুভেচ্ছদূত হিসেবে আনা হয়েছে বলিউড অভিনেত্রী উবর্শী রাউটেলাকে। আজ সকালে তিনি ঢাকায় পা রেখেছেন।

এর আগে উবর্শীর ঢাকার ব্যাপারটি নিশ্চিত করেন ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীর। তিনি বলেন, ‘আমরা প্রথমবার এতো বড় একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউটেলাকে ঢাকায় আনার পরিকল্পনা করেছি।’

এর আগেও উর্বশী ঢাকায় এসেছেন। আবারও বাংলাদেশে আসবেন ভেবে উচ্ছ্বসিত উর্বশী ফেডারেশনকে পাঠানো একটি ভিডিও বার্তায় জানান, ‘আমি উর্বশী রাউটেলা ঢাকায় আসছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইক্লিংয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে। এমন একটা বর্ণাঢ্য অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীরকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকায় এলে দেখা হবে। ধন্যবাদ।’

উল্লেখ্য, প্রায় ৪ কোটির টাকার বাজেটে তিন দিনের আসর বসবে। এতে ইউরোপ এশিয়ার ২৫টি দেশ অংশগ্রহন নিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়