শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৪

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দ্যা ডেইলি ক্যাম্পাস

জানা যায়, ফেনী থেকে কক্সবাজারমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস চকরিয়ার বানিয়ারছড়া ঢালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও অন্তত ১৪ জন আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন—নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের ঝর্ণা বেগম (৩৫)। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনিসুর রহমান জানান, কক্সবাজারমুখী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ পুলিশ ফাঁড়িতে আপাতত রাখা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন—শাফায়েত উল্লাহ (৫০), জহিরুল ইসলাম (৩০), মো. ফিরোজ (৫০), জাহাঙ্গীর আলম (৪০), মহসিন উদ্দিন (৬০), সুমাইয়া বেগম (৯), সুমি আকতার (১৮), ছিদ্দিক আহমদ (২১), আব্দুল করিম (৪৮), মো. কাওসার (২০), দেলোয়ার হোসেন (৩২), মো. তানভির (২৬), আমির হোসেন (২৯) ও মো. শাহাদাত (২৬)। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়