শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের ফিক্সিংয়ের দায়ে ১৭ মাসে জেল নাসির জামশেদের

শিউলী আক্তার : গতকাল শুক্রবার ইংল্যান্ডের একটি আদালত বাঁহাতি এই ব্যাটসম্যানকে এই শাস্তি দেয়। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ছিলো। এমনকি সতীর্থকে ফিক্সিংয়ের জন্য টাকা সাধার অভিযোগও ছিলো।

২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন নাসির। এরপর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সতীর্থ ক্রিকেটারদের ম্যাচ পাতাতে ঘুষ দিতে চেয়েছিলেন এই পাকিস্তানী।

এসব অপরাধের দায়ে ২০১৭ সালে এই অভিযোগে ইংল্যান্ড থেকে আটক করা হয় নাসিরকে। তার সঙ্গে জড়িত থাকা আরো দুইজনকেও আটক করে পুলিশ। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ ফিক্সিংয়ের কান্ডে তার সঙ্গে জড়িত ছিলেন।

গত বছর ডিসেম্বরে শুনানির শুরুতে দোষ স্বীকার করে নেন নাসির। তার দুই সহযোগী অবশ্য পিএসএলে অর্থ দিয়ে ক্রিকেটারদের ম্যাচ পাতাতে ফুসলানোর কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে পিএসএলে দুর্নীতিতে জড়ানোয় এই ক্রিকেটারকে গত বছরের আগস্টে তাকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয় পিসিবি।

এর আগে নাসিরকে গ্রেফতারের সময় পুলিশ জানায়, ২০১৬ বাংলাদেশে প্রিমিয়র লিগে গড়াপেটা করার চেষ্টা করেছিলেন নাসির। তারপর ২০১৭ ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে গড়াপেটার জন্য সতীর্থদের টাকা সেধেছিলেন।

দুই ক্ষেত্রেই এক ওপেনার টি-২০ টুর্নামেন্টে রান না-করার প্রতিশ্রুতি দেন। এক ওভারের প্রথম দু’টি বলে কোনও রান না-করার জন্য টাকা নেন পাকিস্তানাএর ওই ওপেনার। বাংলাদেশে তাকে টাকা নেয়ার কথা বলা হয় বলেও জানান জামশেদ। ৯ ফেব্রুয়ারি ইসলামাবাদ ও ইউনাইটেড পেশোয়ার জালিম ম্যাচেও অর্থ নেয়ার কথাও বলেন তিনি।

পাকিস্তানের হয়ে দু’টি টেস্ট ৪৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলেছেন নাসির। ২০১৫ সালে সর্বশেষ দেশের হয়ে মাঠে নেমেছিলেন বাঁহাতি এই ওপেনার। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটে ৩টি সেঞ্চুরির মালিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়