শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উঁকি দিচ্ছে আমের মুকুল

মাজহারুল ইসলাম : ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে গাছে গাছে এখন আমের মুকুলের সমারোহ। গাছভরা ওইসব মুকুল আগাম বার্তা দিচ্ছে মধু মাসের।

ফাল্গুনের এখনও কয়েক দিন বাকি। শীতও এখনও শেষ হয়নি। অথচ এরই মধ্যে সাতক্ষীরার কিছু কিছু আমগাছে আগাম মুকুল আসতে শুরু করেছে। বেশ কিছু এলাকায় আমগাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। বাতাসে মুকুলের ম-ম সুবাস বইছে। পরিমাণ কম হলেও ইতোমধ্যে মালিকরা এর পরিচর্যা শুরু করেছেন।

সাতক্ষীরা শহরের প্রধান সড়কের পাশে পুলিশ লাইনস মাঠ, ঢালি পাড়ার মোড়ে, আমতলা, কাজীপাড়া, সরকারি স্কুলের সামনে, পি এন স্কুল রোড, নবারুন স্কুলের পাশেসহ তালা, কলারোয়াসহ বিভিন্ন এলাকার আমগাছে আগাম মুকুল শোভা পাচ্ছে। মুকুলে এখনই মৌমাছির গুঞ্জন। এর মিষ্টি ঘ্রাণ যেনো জাদুর মতো কাছে টানছে তাদের। গাছের প্রতিটি শাখা-প্রশাখায় চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা। শীতের স্নিগ্ধতার মধ্যেই শোভা ছড়াচ্ছে স্বর্ণালী মুকুল।

আমগাছের মালিক তাসমিনুর রহমান ববি জানান, আগাম মুকুল দেখার পর থেকে মনটা ভালোই লাগছে। এই মুকুল টিকে থাকলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে। তবে ঘনকুয়াশা থাকলে মুকুল পচে নষ্ট হয়ে যাওয়ার কিছুটা আশঙ্কা থাকে।

কৃষি কর্মকর্তার অরবিন্দু দেবনাথ জানান, নির্ধারিত সময়ের আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে। প্রতি বছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। ঘনকুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে, সেসব গাছে মুকুল স্থায়ী হবে।

শহরের মাছখোলা এলাকার বাসিন্দা উজ্জল নাথ বলেন, আমগাছে আগাম মুকুল বাতাসে মিশে সুষ্টি করছে ম-ম গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়