শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা অ্যান্টার্কটিকায়

মাজহারুল ইসলাম : গত বৃহস্পতিবার তাপমাত্রা ছিলো ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস যা আগের সর্বাধিক তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বাংলানিউজ২৪

অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তরাঞ্চল থেকে এ তাপমাত্রা পরিমাপ করা হয়। গত বৃহস্পতিবার আর্জেন্টিনিয়ান রিসার্চ স্টেশনের থার্মোমিটারে তাপমাত্রা ধরা পড়ে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৫ সালের ২৪ মার্চ রেকর্ড সর্বাধিক তাপমাত্রা ছিলো ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার আর্জেন্টিনার আবহাওয়া সংস্থা এক টুইটে এ তথ্য প্রকাশ করে। তাদের কাছে ১৯৬১ সাল পর্যন্ত অ্যান্টার্কটিকার তাপমাত্রার তথ্য-উপাত্ত রয়েছে।

অ্যান্টার্কটিকার উপদ্বীপের তাপমাত্রা দ্রুত বাড়ছে। গত ৫০ বছরে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। ওই অঞ্চলের প্রায় সব হিমবাহ গলতে শুরু করেছে। এতে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।

জলবায়ু বিজ্ঞানী ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের প্রফেসর জেমস রেনউইক বলেন, তাপমাত্রার এ পরিমাণ আশ্চর্যজনক। ৫ বছর আগেই সর্বাধিক তাপমাত্রার রেকর্ড হয়েছিলো। এতো দ্রুত সেটি ভেঙে তাপমাত্রা প্রায় এক সেন্টিগ্রেড বেড়ে যাওয়ার ঘটনা এক ধরনের সতর্কবার্তা। বৈশ্বিক গড়ের চেয়ে দ্রুত গতিতে বাড়ছে এ অঞ্চলের তাপমাত্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়