শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা আয়োজনে বুয়েট এ্যালামনাই এসোসিয়েশন এর গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী (বুয়েট) 'বুয়েট এ্যালামনাই এসোসিয়েশন' এর গ্র্যান্ড রিইউনিয়ন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে বুয়েট এলামনাইয়ের সভাপতি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং মহাসচিব সাদিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুয়েট এ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

এলামনাইদের এ জমজমাট অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই আয়োজনে হাজারো প্রকৌশলীসহ প্রায় ৩ হাজার গণ্যমান্য অতিথি অংশ নিয়েছেন।

সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ অনুষ্ঠান ছিল বিভিন্ন কর্মসূচিতে ঠাঁসা। আনুষ্ঠানিক উদ্বোধনী সেশন শুরু হয় সকাল ১০টায়। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথি বর্গকে পুষ্পমাল্যে বরণ করে নেওয়া হয়।

এলামনাই সদস্য, তাদের স্পাউজ ও সন্তানদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত, হৃদয়গ্রাহী। এলামনাইরা একটি দিনের জন্যে হলেও ফিরে এসেছিলেন বহু স্মৃতিবিজড়িত স্বপ্নভূমিতে, আচ্ছন্ন হয়েছেন নস্টালজিয়ায়।

প্রবেশ দ্বারেই অতিথি অভ্যাগতদের বিভিন্ন উপহারে বরণ করে নেয়া হয়। এলামনাইদের দেয়া হয় ব্যাগ, টি-শার্ট, স্পাউজদের দেয়া হয় আকর্ষণীয় জিনিস এবং ছোটদের দেয়া হয় রং-বেরংয়ের খেলনা এবং আরো কত কি!

অতিথিদের সকালের নাস্তায় রাখা হয় বেশ ক’টি আইটেম। জুমাহক্র নামাজ আদায়ের পরই মধ্যাহ্নভোজ। প্রত্যেককে ১টি করে হটপট দেয়া হয়, যার মধ্যে সাজানো ছিল সুস্বাদু, উন্নতমানের বিভিন্ন খাবারের আইটেম। এরূপ ব্যতিক্রমী উপস্থাপনা ও ব্যবস্থাপনায় খাবার পরিবেশন ব্যবস্থা অতিথিদের বেশ পরিতৃপ্ত করে। এছাড়া সারাদিন সার্বক্ষণিক পরিবেশনা ছিল চা-কফি এবং আইসক্রীম।

বুয়েট এলামনাইয়ের সভাপতি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, বুয়েট প্রতিষ্ঠার ১৫৪ বছরে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা সবচেয়ে মর্মান্তিক এবং মারাত্মক। সারা দেশ এবং সারা বিশ্বে এ ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। আশা করছি এর সুষ্ঠু এবং কার্যকরী বিচার হবে। আমাদের কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করা। পুরো শিক্ষাব্যবস্থা থেকে দুরবস্থা দূর করতে হলে লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করতে হবে। লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করার মাধ্যমে শিক্ষাব্যবস্থার খারাপ অবস্থা থেকে উত্তরণ সম্ভব।

তিনি আরো বলেন, ১৯৭৩ সালের মার্চ মাসে কম্পিউটারের জন্য প্রথম সহযোগিতা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে বুয়েট অ্যালামনাই সংগঠিত করার জোর চেষ্টা চলছে৷ দেশে এবং দেশের বাইরে সম্প্রসারিত করার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। বুয়েটের ফিজিক্যাল এনভায়রনমেন্ট এবং একাডেমিক ফেসিলিটি বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

ড. সাইফুল ইসলাম আবরারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বলেন, আমি আমার বক্তব্যের প্রথমে আবরারের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে স্মরণ করছি। বুয়েট অ্যালামনাইকে শুভেচ্ছা জানাচ্ছি এরকম সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তিনি আরো বলেন, আমাদের অবস্থান পরিবর্তন করতে হবে। সনাতনী চিন্তা থেকে বেরিয়ে এসে আধুনিক চিন্তা নিয়ে বিশ্বের দরবারে দাড়াতে হবে। এ কাজে বুয়েট এলামনাই এসোসিয়েশনকে সর্বোচ্চ সসহযোগিতা করতে হবে।

অধ্যাপক ড. আনিসুজ্জামান অসুস্থ অবস্থায় উপস্থিত হোন আজকের অনুষ্ঠানে। তিনি বলেন, আমার চিকিৎসক নির্দেশনা দিয়েছিল আজ সকালে হসপিটালে গিয়ে যেন আমি ভর্তি হই। জরুরি চেকাপের জন্য। আমি তাকে বললাম যে আমি বুয়েটের রিইউনিয়নে না গিয়ে পারবনা। তারপর চলে আসলাম।
তিনি আরো বলেন, আপনাদের জগৎ আর আমার জগৎ অনেকখানি আলাদা। তবুও আপনারা আমাকে আহবান করেছেন এবং সন্মানের আসন দিয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ১০ বছর পর পর বুয়েটে রিইউনিয়ন হয়। যখন পরস্পরের সাথে দেখা হয় তখন হ্রদয় স্পন্দিন হয় এবং স্মৃতি রোমন্থন হয়।

অষ্টাদশ শতাব্দীর কৃষি প্রদান ফ্রাঞ্চ উনিশ শতকে শিল্প প্রদান ফ্রাঞ্চে রুপান্তরিত হল। এর পেছনে সর্বাধিক দায়িত্ব প্রকৌশলীদের৷ পরিবেশ রক্ষার ক্ষেত্রেও প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। বুয়েটের অনেক বড় ঐতিহ্য রয়েছে। দুঃখজনকভাবে আবরার ফাহাদ এর হত্যাকান্ড বুয়েটের কপালে কালিমা রেখা এঁকেছে। এই ঘটনার পর জানতে পারলাম শুধু বুয়েটের নয় বাংলাদেশের প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নির্যাতন চলে আসছে। এটা আমাদের খুবই বিস্মিত করে। দেশের সেরা এবং মেধাবী শিক্ষার্থীরাই বুয়েটসহ নানা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যাপক আইনুন নিশাত।
এছাড়া আরো বক্তব্য রাখেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ও বুয়েট এলামনাই এর সমন্বয়ক অধ্যাপক ডঃ মিজানুর রহমান এবং বুয়েট এলামনাইয়ের মহাসচিব ড. সাদিকুল ইসলাম ভূঁইয়া।

দুপুর আড়াই টায় 'আশা-হতাশা-ভালবাসার বুয়েট’ আলোচনা কর্মসূচী পরিচালনা করেন অধ্যাপক আইনুন নিশাত।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও ছিল স্মৃতিচারণ, স্পোর্টস, গেমস, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়