শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহর উপর জননিরাপত্তা আইন কার্যকর করলো ভারতের কেন্দ্র সরকার

আসিফুজ্জামান পৃথিল: ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে কঠোর জন নিরাপত্তা আইন বা পাবলিক সেফটি অ্যাক্ট।

নির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাদের ছয় মাস গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হওয়ার দিনে এই নির্দেশ এল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে টুইট করেছেন মেহবুব কন্যা ইলিজা মুফতি। জন নিরাপত্তা আইনে কোনও ব্যক্তিকে ২ বছর পর্যন্ত কোনও অভিযোগ বা বিচারপ্রক্রিয়া ছাড়াই বন্দি করে রাখা যায়।

বৃহস্পতিবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তৃতা করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের প্রসঙ্গ টেনে আনেন। ফারুক আবদুলহহ্লা , ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতির মতো জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীদের বন্দি করে রাখা হয়েছে কেন, তার ব্যাখ্যা দেন।

মোদী বলেন, ‘অনেকেই বলেছেন, বিশেষ মর্যাদা না থাকলে কাশ্মীরে আগুন জ্বলবে। ৫ অগস্ট কয়েকজন নেতাকে আটক করা নিয়ে প্রশ্নও তোলা হয়েছে। কিন্তু মেহবুবা মুফতি বলেছিলেন, ভারত কাশ্মীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ১৯৪৭ সালে যদি অন্য ভাবে সিদ্ধান্ত নেওয়া হত, তা হলে আমরা ভাল থাকতাম।’

‘ওমর বলেছিলেন, ৩৭০ বিলোপ হলে কাশ্মীর ভারত থেকে আলাদা হয়ে যাবে। আর ফারুক আবদুল্লাহ দাবি করেছিলেন, ৩৭০ অনুচ্ছেদ না থাকলে কাশ্মীরে কেউ জাতীয় পতাকা তুলবেন না। আমরা কী ভাবে এদের পাশে থাকবো?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়