শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা বিরতির পর তাইজুলকে নিয়ে লড়ছেন মিঠুন, বাংলাদেশ-১৯০/৬

আক্তারুজ্জামান : রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাকফুটে আছে বাংলাদেশ। দলীয় শতরানের পরই ৫ উইকেট পড়া টাইগারদের পথ দেখাচ্ছিলেন লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। কিন্তু দুজনে মিলে ৫৪ রানের জুটি গড়ার পর হারিস সোহেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। রিভিউ এর পর ৩৩ রানে প্যাভিলিয়নে ফেরেন লিটন। এর একটু পর চা বিরতিতে যায় দু’দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ ওভার মোকাবেলা করে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৮৬ রান। ৩৫ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন। আর ১০ রান নিয়ে দাঁতে দাঁত চেপে লড়ছেন তাইজুল। এ জুটি থেকে ইতিমধ্যে ২৫ রান এসেছে।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই দলীয় ৩ রানের মাথায় দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। দুঃসময়ে নাজমুল হাসান শান্তকে নিয়ে বিপর্যয় সামাল দেন মুমিনুল হক। দলীয় ৬২ রানের মাথায় উইকেটে সেট হয়ে শাহীন আফ্রিদির বলে ক্যাচ হয়ে ফেরেন মুমিনুল (৩০)।

অধিনায়কের বিপদের পর প্রাথমিক ধাক্কা সামাল দেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের সাবধানী ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতির আগে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে বাংলাদেশ। ফিফটি ছোঁয়ার খুব কাছে গিয়ে ৪৪ রানে ধৈর্য্য হারিয়ে ফেরেন শান্ত। এরপর টিকতে পারেননি মাহমুদউল্লাহও। ২৫ রানে ফেরেন শাহীন আফ্রিদির বলে স্লিপে ক্যাচ দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়