শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা’ অন্তঃসত্বা নারীসহ আহত-৫

কালকিনি প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় এক অন্তঃসত্বা নারীসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার রহমান বেপারীর সঙ্গে একই এলাকার জাকির বেপারীর বাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক হয়।

এক পর্যায় জাকির বেপারীর তার লোকজন নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে রহমান বেপারী ও তার পরিবারের লোকজনের হামলা চালায়। এসময় তাদের বাঁধা দিলে আহত হন রহমান বেপারী(৩০), প্রমান বেপারী(২৫), চার মাসের অন্তঃসত্বা নারী মুকুলি বেগম(২৮), শাহীনা বেগম(৬৫) ও ঝর্না বেগম(৩০)। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী রহমান বেপারী বলেন, আমার জমিতে আমি বাথরুম নির্মান করতে গেলে আমি ও আমার লোকজনের উপর হামলা করেছে জাকির। তবে অভিযুক্ত জাকির বেপারী এ হামলার ঘটনা অস্বীকার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়