শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারণা চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। আটকরা হলেন- মো. সোহেল রানা (৩২), প্রভাত কুমার সাহা (২৫), মো. শাওন মণ্ডল (২৬) এবং মো. মামুনুর রশিদ (২৬)। তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড ও ৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ব্যাটায়িলনের মেজর রকিবুল হাসান ও সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে কাফরুলের সেনপাড়া পর্বতা আর্দশ রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে।

র‌্যাব জানায়, চক্রটি প্রতারণার জন্য কিছু কৌশল অবলম্বন করে। তা হলো- চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মোবাইল সিম কার্ড বিক্রেতাদের সঙ্গে পরস্পর যোগসাজসে ও আর্থিক লেন-দেনের মাধ্যমে ভুয়া নাম-ঠিকানা দিয়ে নিবন্ধিত সিম কার্ড সংগ্রহ করে। অসাধু বিকাশ কর্তৃপক্ষের নিয়োগকৃত এ্যাজেন্টের মাধ্যমে আর্থিক সুবিধা দিয়ে ভুয়া নাম-ঠিকানায় নিবন্ধিত সিমকার্ডে ভুয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে। ভুয়া নাম-ঠিকানায় নিবন্ধিত সিম কার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল সাধারণ মানুষের কাছে নিজেদেরকে বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয়। পর স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস্ ব্যবহার করে লোকজনের বিকাশ এ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নেয়।

প্রতারক চক্রের সদস্যরা নিজেদেরকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নিম্নপদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নিজস্ব বিকাশ এজেন্টদের নম্বর সংগ্রহ করে তাদের কাছে ফোন করে জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বলে ও টাকা ধার দিতে বলে। এমনকি বদলির ভয় দেখিয়েও তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়