শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নরসিংদী পৌর শহর তরুয়া এলাকার ইয়াকুব আলীর ছেলে সোহেল (৩৩), নরসিংদী সদর নবীপুর এলাকার মৃত মিজান সরকারের ছেলে আব্দুর রহমান (৪২), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার সাতগ্রামের আয়নল হকের ছেলে জাকারিয়া (২৭)।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রূপন কুমার সরকার জানান, নভেম্বর ৩০ তারিখ রাতে নরসিংদী পৌর শহর বিলাসদী এলাকার মাহমুদের বাসার তালা ভেঙে মোটরসাইকেল চুরি করে একটি চোর চক্র।
এ ঘটনায় তিনি নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তাপস কান্তি রায় ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেন।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার আরও জানান, চোরচক্র দীর্ঘদিন ধরে নরসিংদী জেলাসহ আশপাশ জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিলো।

আসামিরা সংঘবদ্ধ আন্তজেলা মোটরসাইকেল চোর চক্র। নরসিংদী মডেল থানায় মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। আসামি সোহেলের বিরুদ্ধে দুটি চুরির মামলা ও তিনটি ডাকাতির মামলা রয়েছে।

আব্দুর রহমানের বিরুদ্ধে চারটি চুরির মামলা, একটি দস্যুতা ও একটি মাদক মামলা রয়েছে। আসামি জাকারিয়ার বিরুদ্ধে একটি মাদক ও অন্য আরেকটি মামলা রয়েছে। সম্পাদনা: জেরিন ‍

  • সর্বশেষ
  • জনপ্রিয়