শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তি

রাকিব উদ্দীন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসের ২১ ও ২২ তারিখ শুরু হওয়া ম্যাচগুলোতে ব্যবহৃত হবে অত্যাধুনিক সব প্রযুক্তি।

মুজিববর্ষ উপলক্ষে বিসিবির এ টুর্নামেন্টে এশিয়া অল স্টার একাদশের মোকাবেলা করবে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড একাদশ। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত থাকবে এক ঝাঁক তারকা। যদিও দর্শকদের জন্য আসন সংখ্যা খুব কম। তবে টিভি পর্দায় উপভোগ করতে পারবেন দর্শকরা।

টিভি পর্দায় খেলা সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহৃত হবে অত্যাধুনিক সব প্রযুক্তি। ইতোমধ্যে সম্প্রচার স্বত্বের জন্য আগ্রহী প্রোডাকশনকে আহ্বান জানিয়ে বিসিবি যে নীতিমালা প্রকাশ করেছে, সেখানেই জানানো হয়েছে নিজেদের আয়োজন ও কর্মপরিকল্পনা সম্পর্কে। বিসিবি জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ৩০টি ক্যামেরা ব্যবহার করা হবে সম্প্রচার কাজে। আল্ট্রা মোশন ৪কে ক্যামেরা থাকবে দুইটি। সুপার স্লো মোশন ক্যামেরাও থাকবে সমান সংখ্যক। এছাড়া আম্পায়ার ক্যামেরা, টু ওয়ে স্ট্যাম্প ক্যামেরা তো থাকছেই।

বিপিএলের মত থাকবে স্পাইডার ক্যামেরার ব্যবহার। প্লেয়ারদের ডাগআউট তাক করে থাকবে রবোটিক ক্যামেরা। জিব ক্যামেরা, ড্রোন ক্যামেরা থাকবে অত্যাধুনিক সম্প্রচারের কাজে। স্ট্যাম্পের উপর থাকবে জিং বেল, স্ট্যাম্প নড়ে উঠলেই জ্বলে উঠবে বাতি।

এছাড়া ডিসিশন রিভিউ সিস্টেমের সাথে থাকবে হক আই প্রযুক্তিও। অত্যাধুনিক গ্রাফিক্স কার্যক্রমের জন্য অভিজ্ঞরাই পাবেন দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়