শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ডা. লি ওয়েনলিয়াংয়ের মৃত্যুর কথা স্বীকার করলো চীন

সিরাজুল ইসলাম : তিনি উহান কেন্দ্রীয় হাসপাতালের চক্ষু রোগ বিভাগে কর্মরত ছিলেন। চিকিৎসাও নিচ্ছিলেন সেখানে। বৃহস্পতিবার রাত ২টা ৫৮ মিনিটে তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বিবিসি, সিএনএন

এর আগে চীনের শীর্ষ স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম ডা. লির মৃত্যুর খবর দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ খবরটি মিথ্যা দাবি করে। পরে তারা খবরগুলো সরিয়ে নেয়।
প্রতিবেদনগুলোতে বলা হয়, ১০ জানুয়ারি ডা. লি কাঁশতে শুরু করেন। পরদিন তার শরীরে জ¦র দেখা দেয়। এরপর দিন তিনি হাসপাতালে ভর্তি হন। ৩০ জানুয়ারি তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি করোনাভাইরাস সম্পর্কে প্রথমে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন। এরপর গত বছরের ৩০ ডিসেম্বর হাসপাতালটিতে পুলিশ পরিদর্শনে যায়। তারা তাকে এ খবরটি চেপে যেতে বলে।

এরই মধ্যে দেশটিতে এ ভাইরাসে ৫৬০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। সংক্রমিত হয়েছেন ২৮ হাজারের বেশি মানুষ। ৩৪ বছর বয়সী ডা. লি এক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উয়েবু’তে একটি পোস্ট দেন। এতে তিনি করোনাভাইরাস সম্পর্কে সতর্ক করেন। তিনি ৭ জন রোগীর শরীরে এ ভাইরাস শনাক্ত করার কথা জানান। এটা অনেকটা এসএআরএস ভাইরাসের মতো। ওই ভাইরাস ২০০৩ সালে বিশে^ মহামারী রূপ নেয়। ডাক্তারদের গ্রæপে তিনি প্রতিরোধমূলক পোশাক পরার কথা বলেন। চারদিন পর তাকে ডেকে পাঠায় পাবলিক সিকিউরিটি ব্যুরো। তার বিরুদ্ধে মন্তব্য করে সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগ আনা হয়। গুজব ছড়ানোর অভিযোগে ডা. লিসহ আটজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলো পুলিশ। পরে স্থানীয় কর্তৃপক্ষ ডা. লির কাছে ক্ষমা প্রার্থনা করে।

করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহান শহরে। এ ভাইরাসে প্রথম কাঁশি, জ্বর ও পরে নিউমোনিয়া হতে পারে। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে দুইজন এ ভাইরাসে মারা গেছেন। জাপান, থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্রসহ অন্তত ২৫টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়