শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ

সিরাজুল ইসলাম : বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) ও ঝিনাইগাতী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গারো পাহাড়ের গজনী অবকাশ এলাকা তাঁদের আটক করে। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও চারটি রামদা জব্দ করা হয়েছে। আটকরা হলেন- উপজেলার গজনী এলাকার ফেমিসন সাংমার ছেলে কইয়েন (২৮) ও অনুকূল সাংমার ছেলে লিকি (৩০)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র গারো পাহাড়ের পর্যটন কেন্দ্র গজনী অবকাশ ও এর পাশের এলাকায় ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত দশটার দিকে সেখানে ওই যৌথ অভিযান চালানো হয়।

ঝিনাইগাতী থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁরা এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ১০ থেকে ১২টি মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়