শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক শাবান মাহমুদের লেখা ‘বঙ্গবন্ধু’র সারাজীবন’

সুজিৎ নন্দী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, বঙ্গবন্ধু’র সারাজীবন’ বইটিতে শুরুতেই উঠে এসেছে, জয় বাংলা স্লোগান এর একটি ইতিহাস, শেখ মুজিবসহ সকল রাজবন্দীর মুক্তি, ইয়াহিয়ার ক্ষমতায় আগমন, ৭০ এর নির্বাচন, ২৫ মার্চ পাক বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিব গ্রেপ্তার। রয়েছে ১৯৪৯ সালের ৮ জানুয়ারি ঢাকার আরমানিটোলা ময়দানে মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে জুলুম প্রতিরোধ দিবস, ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সম্পাদক এবং শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক, আওয়ামী মুসলিম লীগ গঠন। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে শেখ মুজিবের ধারাবাহিক সংগ্রাম, যুক্তফ্রন্ট, গণ পরিষদ নির্বাচন, ৬ দফা আন্দোলন, আইয়ুব বিরোধী রাজপথের সংগ্রাম, শেখ মুজিবের জবানবন্দী, ইতিহাসের এক অমর সাক্ষী।

বইটি লিখেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতায় লেখা এই বইটি এ বছর একুশের বইমেলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বইটিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বাঙ্গালীর ৫৫ বছরের জীবনের শৈশব থেকে ১৯৭৫ এর ১৫ আগস্ট পর্যন্ত ঐতিহাসিক অধ্যায়গুলো তুলে আনা হয়েছে।বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে ব্যাপক গবেষণা আর দীর্ঘ সাধনার ফলে মূল্যবান বইটি বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ মেটাবে।

বইটিতে বিশেষ ভাবে এসেছে, শেখ মুজিব, সূর্যসেন, ক্ষুদিরাম, নেতাজি সুভাষ বোস, প্রীতিলতাকে, তেমনি জন্ম দিয়েছে মীরজাফর, মীরন আর জগত শেঠের, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিশ্বাসঘাতক, বেঈমানরা জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে জন্ম দিয়েছে এক ঘৃন্য ইতিহাসের। এর নিখুঁত বর্ণনা উঠে এসেছে বঙ্গবন্ধুর সারা জীবনে, তুলে আনা হয়েছে ১৯৪৭ সালের ১৪ আগস্টের পর কিভাবে কলকাতা থেকে ঢাকায় ফিরে তৎকালীন মুখ্য মন্ত্রী খাজা নাজিম উদ্দীনের বিরুদ্ধে বঙ্গবন্ধু অনাস্থা প্রস্তাবে নেতৃত্ব দেন। ১৯৫৩ সালে শেখ মুজিব দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ১৯৫৪ সালে অনুষ্ঠিত গণপরিষদ নির্বাচনে তার ঐতিহাসিক ভূমিকা। তিনি প্রেসিডেন্ট ইস্কান্দার আলী মির্জার কনস্প্রেসি মোকাবিলা করে আওয়ামী লীগকে করেছেন সুসংহত, জাতিকে দেখিয়েছেন স্বাধীনতার স্বপ্ন তারই ঘটনা প্রবাহ বিস্তারিত বর্ণনায় প্রামাণ্য দলিল হিসেবে বর্নিত হয়েছে বঙ্গবন্ধুর সারা জীবনে।

বইটি একুশে বইমেলা ৭৪০/৪১ স্টলে পাওয়া যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়