শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার দুই সিটির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে আ.লীগ

সমীরণ রায়: গত ১ ফেব্রুয়ারি হয়ে যাওয়া ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরশেন নির্বাচনে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। তবে যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছেন, তাদের বিষয়ে নমনীয় থাকবে দলটি।ইতোমধ্যে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ নেতাদের খোঁজ খবর নেয়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে যেসব কাউন্সিলর প্রার্থীরা বিদ্রোহী হয়েছিলেন, তাদের গত ৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেয়া হয় দলটির হাইকমান্ড থেকে। তারপরেও যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাদেরকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন থানা কমিটির পদ দেয়ার আশ্বাস দিয়ে বসে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু দলীয় সভাপতির কাছে হ্যাঁ সূচক উত্তর দিলেও নির্বাচনী মাঠ থেকে তারা সরে দাঁড়াননি। সঙ্গত কারণে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দলটি। একই সঙ্গে যারা বিদ্রোহী প্রার্থী হওয়ার পরেও বিজয় লাভ করেছেন, তাদের আমলনামা যাচাই বাছাই করেই ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের বিরুদ্ধে বিষয়ে দলের কার্যনির্বাহী বৈঠকে আলোচনা করা হবে। এছাড়াও নেত্রী দেশে ফিরলেই আমরা সিটি নির্বাচনের সাফল্য ও ভুল-ত্রুটি নিয়ে আলাপ আলোচনা করবো। ওই আলোচনার মধ্য দিয়েই বিদ্রোহীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫টি ওয়ার্ডের ৪২টিতে ৭২জন ও উত্তরে ৫৪টির ৩৫টিতে ৩৯জন বিদ্রোহী প্রার্থী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়