শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করায় আটক ৫

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ৫ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন সময়ে পৃথক পৃথক কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে অনেকগুলো উত্তরপত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছেন, মাহতাব শাহরিয়ার (১৮), ওয়ালিদ হাসান অপু (১৮), সাকিব হোসেন (১৮), কাউছার হোসেন (১৮) ও নাজমুল ইসলাম মেহরাজ (১৩)। আটককৃতদের মধ্যে চার জন কলেজ ছাত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহির থেকে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় ওয়ালিদ হাসান অপু ও মাহতাব শাহরিয়ারকে আটক করা হয়। পরে ছয়ানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে সাকিব, কাউছার ও মেহরাজকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে নাজমুল ইসলাম মেহরাজ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে মুছলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া অপর চার জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়