শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির সমাবেশ করতে বাধা নেই, তবে আওয়ামী লীগ থেকে তো অনুমতি দিতে পারিনা, এটা প্রশাসনের ব্যাপার, বললেন ওবায়দুল কাদের

সমীরণ রায়ঃ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডীর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,  বিগত দিন এমন কোনো নজির নেই আওয়ামী লীগ বিএনপির সমাবেশে বাধা বা কোনো সমস্যা সৃষ্টি করেছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পুনঃ নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। এই নির্বাচনে কারচুপি বা জালিয়াতি করার কোনো সুযোগ ছিলো না। এমন কিছু হলে ভোটার উপস্থিতি এতো কম হতো না। কারচুপি না হওয়ার জন্যই ইভিএম পদ্ধতিতে নির্বাচন হয়েছে।  দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তি পূর্ণ নির্বাচন হয়েছে। তবে  নেত্রী দেশে ফিরলে কার্যনির্বাহী বৈঠকে নির্বাচনের সাফল্য ও ভুল ত্রুটি নিয়ে আলোচনা হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা তৃণমূল পর্যায়ে ২৯টি সম্মেলন করেছি।  বকিগুলো শুরু করবো। এরমধ্যে ১২ ফেব্রুয়ারি কোটালী পাড়া ও ১৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলা সম্মেলন।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ,  ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সম্পাদনায় : তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়