শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের এশিয়া একাদশে বাংলাদেশের চার ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এই উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশ নিয়ে দুই ম্যাচের ‘মুজিব ১০০ টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে এশিয়া একাদশে বাংলাদেশের তিন থেকে চারজন ক্রিকেটার নেয়া হতে পারে।

তারা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে থাকতে পারেন একজন বাংলাদেশি বোলার।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বোর্ডের কাছে এই সিরিজের জন্য খেলোয়াড় চেয়ে রেখেছে বিসিবি। জাতীয় দলের খেলা বা ঘরোয়া ক্রিকেট না থাকলে বোর্ডগুলো খেলোয়াড় দিতে রাজি।

‘মুজিব ১০০ টি-টোয়েন্টি সিরিজ’ আয়োজনের সময় পাকিস্তানে চলবে পিএসএলের আসর। এর ফলে পাকিস্তানের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না এই সিরিজে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অবশ্য বিসিবিকে আশ্বস্ত করেছে তারা এই সিরিজে খেলোয়াড় পাঠাবে। বিসিবি বেশ কয়েকবার জানিয়েছে, তারা রোহিত শর্মা, বিরাট কোহলিকে চায় এই সিরিজে।

বিশ্ব একাদশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের পেতে চেষ্টা করছে বিসিবি। এই সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়