শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানব কোষ থেকে তৈরি সুতা অস্ত্রোপচারে ব্যবহার করবে ফরাসি চিকিৎসকরা

রাশিদ রিয়াজ : ফ্রান্সের জাতীয় চিকিৎসা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘হিউম্যান টেক্সটাইল’। অনেকে একে ‘হরর’ মুভি’র ঘটনা মনে করলেও চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন অস্ত্রোপচারের ধরনই পাল্টে দেবে এ ঘটনা। স্টার ইউকে

স্কিন গ্রাফটস নামে মানব শরীরে চামড়ার অংশ সংযোজন করার চিকিৎসা রীতি বদলে যেতে পারে ‘হিউম্যান টেক্সটাইল’ ব্যবহারের মাধ্যমে।

প্রথমে মানুষের চামড়া কেটে তারপর তা চিকন করে ফালি ফালি করার পর তন্তু আহরনের মত সুতা এবং তা থেকে বিভিন্ন আকারের কাপড়ের মত তৈরি করা হয়েছে যা ব্যবহার করলে মানুষের শরীর থেকে আর চামড়া কেটে নিতে বা সিনথেটিক চামড়া প্রয়োজন হবে না।

গবেষণা দলের প্রধান নিকোলাস এল’হেউরিয়াক্স বলেন, এধরনের চামড়ার কাপড় দিয়ে বুনন, জোড়া দেয়া, মুড়ে দেয়ার কাজ নির্বিঘ্নে করা যাবে।
এধরনের চামড়ার তৈরি কাপড় ইুঁদরের শরীরে ব্যবহারের দুই সপ্তাহ পর আশানুরুপ ফল পাওয়া গেছে।

ধমনী ফুটো হয়ে গেলে তা জোড়াতালি দিতে বা রক্তনালীর বিকল্প হিসেবে হিউম্যান টেক্সটাইল ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে যা সম্ভব হলে হৃদযন্ত্রের অস্ত্রোপচারে যুগান্তকারী পরিবর্তন এনে দেবে। আর তা হলে হৃদযন্ত্রের ক্ষতিকর অংশ মেরামত করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়