শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো নিজ দেশে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচ জিততো পারলো না নেপাল

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিলো নেপাল। কিন্তু এতোদিন নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পারেনি। অবশেষে গতকাল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ দুই ২০১৯-২০২২ এ নিজেদের মাটিতে প্রথম ম্যাচ ওয়ানডে ম্যাচ খেল নেপাল। কিন্তু এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে ব্যর্থ হয়েছেন সন্দ্বীপ লামিচানে-পরশ খাগড়ারা। ওমানের দেয়া ১৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৭৯ রানে গুটিয়ে যায় নেপালিরা।

কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। প্রথম ওভারেই জোতিন্দর সিংকে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন করণ কেসি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান।

৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়া ওমানে হাল ধরেন মোহাম্মদ নাদিম ও সন্দ্বীপ গৌড়। তাদের জুটিতে আসে ৬০ রান। ৩৩ রান করে সন্দীপ ফিরলে ভেঙে যায় এই জুটি। তখন আবারো জোড়া উইকেট হারায় ওমান।

অষ্টম উইকেটে ৪২ রানের জুটির দেখা পায় ওমান। নাদিমকে সঙ্গ দেন নাসিম খুশি। নাসিম ফেরেন ২৮ রান করে। পুরো ৫০ ওভার খেলে ওমান ৯ উইকেটের বিনিময়ে ১৯৭ রান সংগ্রহ করে। নেপালের পক্ষে করণ ৪টি ও সুশান ভারি শিকার করেন ৩টি উইকেট।

জবাবে নেপালের শুরুটাও ভালো হয় না। ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে তারা। এই চাপ আর সামলে উঠতে পারেনি নেপালিরা। ১৯ বল বাকি থাকতেই ১৭৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন শারদ। লেগস্পিনার লামিচানের ব্যাট থেকে আসে ২৮ রান।

ওমানের পক্ষে ৩টি উইকেট শিকার করেন জিসান মাসুদ। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন কলিমউল্লাহ ও বিলাল খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়