শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে পুনরাবৃত্তি করতে চান বাবর আজম

শিউলী আক্তার :  গত বছর দুর্দান্ত সময় পার করেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২০১৯ সালে পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান ৬ টেস্টে ৬৮.৪৪ গড়ে ৬১৬ রান সংগ্রহ করেন। যেখানে ৩টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। অসাধারণ এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টেও বজায় রাখতে চান ২৫ বছর বয়সী বাবর। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া টেস্টে নিজের সামর্থ্যের জানান দিতে মুখিয়ে আছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাবর আজম বলেন, ‘২০১৯ সাল আমার ক্যারিয়ারের অসাধারণ সময়, লাল ও সাদা বলের ক্রিকেটে এই সময়ের সাফল্য উপভোগ করেছি। বাংলাদেশের বিপক্ষে তার পুনরাবৃত্তি করতে মুখিয়ে আছি।’

এই রাওয়ালপিণ্ডিতেই শ্রীলঙ্কার বিপক্ষে কিছুদিন আগে সেঞ্চুরি করেন বাবর। মুমিনুলদের মুখোমুখি হওয়ার আগে ১০২ রানের অপরাজিত সেই ইনিংসটির স্মৃতিচারণ করেন তিনি।

বাবর বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে যখন ব্যাট হাতে নেমেছিলাম, এখানে ব্যাটিং করা উপভোগ করেছি, যেখানে আমি ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় খেলেছি। দর্শকের প্রবল সমর্থন আমার সেরাটা দিতে আরো অনুপ্রাণিত করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়