শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপরিকল্পিত ও জনকল্যাণমুখী শহর গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধা স্থায়ী মাস্টার প্লান তৈরীর উদ্যোগ 

রফিকুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা পৌর এলাকার বিদ্যমান জেলা শহরটিকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে গাইবান্ধা পৌরসভার ১৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ প্রত্যাশিত একটি স্থায়ী মাস্টার প্লান তৈরীর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের ঐকান্তিক প্রচেষ্টায়। মাস্টার প্লান তৈরীর লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রকল্প ও গাইবান্ধা পৌরসভা যৌথভাবে কার্যক্রম শুরু করেছে।

বুধবার এই প্রকল্পের আওতায় গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে ডিজিটাল ড্রোন জরীপের কার্যক্রম শুরু করা হয়। এর উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, পৌর কাউন্সিলর রকিবুল হাসান সুমন, পৌরসভার প্রকৌশলী শফিউল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, পুষ্টি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, মাসুদুল হক মাসুদ, ব্র্যাক প্রধান কার্যালয়ের মনিটরিং ম্যানেজার মো. কামাল হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর অপূর্ব সাহা, ফিল্ড কো-অর্ডিনেটর আশরাদ আনিছুর রহমান, মনিটরিং এন্ড ইভায়ুলেশন অফিসার সুরেন মন্ডল, অবকাঠামো উন্নয়ন অফিসার হাফিজুর রহমান, শাহীন হোসেন প্রমুখ।

এজন্য ইতোমধ্যে ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডে ফিজিক্যাল জরীপ, ১ হাজার ৪শ’ পরিবারের সাক্ষাতকার গ্রহণ করে আর্থ-সামাজিক জরীপ, ১৭টি গ্র“পের মাধ্যমে পৌর এলাকায় পিআরএ জরীপ সম্পন্ন করা হয়েছে। সর্বশেষে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ড্রোন সার্ভের জরীপ কার্যক্রম বুধবার থেকে শুরু করা হয়। ড্রোন জরীপ সম্পন্ন হলেই গাইবান্ধা পৌর এলাকার একটি স্থায়ী মাস্টার প্লান প্রণয়নের কাজ সম্পন্ন হবে। উলে­খ্য, ব্র্যাক নিজস্ব অর্থায়নে গাইবান্ধা পৌরসভার এই স্থায়ী মাস্টার প্লানটি তৈরী করতে সার্বিক সহযোগিতা করছে।

ব্র্যাক সুত্রে জানানো হয়, গাইবান্ধা পৌর এলাকায় ড্রোন জরীপের জন্য ৬টি বেঞ্চ মার্ক (স্থায়ী স্মারক চিহ্ন) স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে পৌর পার্ক, দক্ষিণ বানিয়ারজান, বাসটার্মিনাল, টাবুপাড়া-মাঝিপাড়া, পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গোবিন্দপুরে। এই সমস্ত স্থায়ী পয়েন্টকে চিহ্নিত করেই গোটা পৌর এলাকায় ড্রোন জরীপ সম্পন্ন হবে। উলে­খ্য, এই ড্রোনটি আকাশে উড়ে প্রতিটি ১৫ মিনিটে ৪ স্কয়ার কিলোমিটার জরীপ করবে এবং লাগাতার চারদিনে গোটা পৌর এলাকার জরীপ সম্পন্ন হবে। এই মাস্টার প্লানটির কাজ শেষ হলে ভবিষ্যতে শুধু গাইবান্ধা পৌর এলাকাই নয় এই জেলা শহরটিও একটি সুপরিকল্পিত অত্যাধুনিক শহরে পরিণত হবে। যা জনগণের কাংখিত প্রত্যাশা পূরণ করবে এবং উন্নত পরিবেশে বসবাস করার নিশ্চয়তা বিধানে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়