শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রত্যাবাসন নিয়ে ত্রিদেশীয় আলোচনা হয়েছে, বললেন ত্রাণ প্রতিমন্ত্রী

ফরহাদ আমিন, টেকনাফ : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মো. এনামুর রহমান।বুধবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪(এক্স) এ কয়েকটি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিষেয়ে জাতিসংঘের সাথে চিন, মিয়ানমার, বাংলাদেশ ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে তাদের নাগরিক অধিকার,শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবাসনের প্রক্রিয়া নেয়া হচ্ছে।রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেনি।

রোহিঙ্গা সঙ্কটে যে সকল আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করেছে, তাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হতে পারে। কিন্তু ভাসানচরের চেয়ে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার। খুব শীঘ্রই প্রত্যাবাসনের উদ্যোগ সফল হবে।

তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতায় আজ ১১ লাখের বেশি রোহিঙ্গার জীবন বেঁচে আছে। জাতিসংঘের ৭৩তম অধিবেশনও তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। দুই দফা চেষ্টার পরও রোহিঙ্গাদের শর্তের মুখে প্রত্যাবাসন প্রক্রিয়া চালু করা যায়নি। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারকে চাপ প্রয়োগও অব্যাহত রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি,স্থায়ী কমিটির সদস্য লেঃ জেনারেল মাসুদ উদ্দিন,বীর মোস্তাক হোসেন রবি, জুয়েল আরেং, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, শরানার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: মাহবুবুল আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহজাহান আলীসহ সরকারি কর্মকর্তারা প্রমুখ। সম্পাদনায়: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়