শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপে স্বপ্নের ফাইনাল খেলতে বৃহস্পতিবার নিউজিল্যান্ড বাধা পেরুতে চায় বাংলাদেশ

এল আর বাদল : সিনিয়র ক্রিকেটাররা যেখানে বার বার ব্যর্থ, জুনিয়র ক্রিকেটাররা যেনো সেখানে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে দেশবাসীকে। গত নভেম্বরে ভারত সফরে স্বাগতিকদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরে মুশফিক-তামিমরা। পাকিস্তান সফরেও টি-টোয়েন্টি সিরিজে নিজেদের চেনাতে পারেনি রিয়াদ-তামিমরা।

সিনিয়রদের এতোসব ব্যর্থতার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জুনিয়র টাইগাররা (অনূর্ধ্ব-১৯)। দক্ষিণ আফ্রিকায় চলমান বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। আগামীকাল বৃহস্পতিবার তারা নিউজিল্যান্ডকে হারালেই স্বপ্নের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

বাংলাদেশ সময় দুপুর ২টায় পচেফস্ট্রুমে লাল-সবুজের দল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। টাইগার দলনায়ক আকবর আলীর কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। নিউজিল্যান্ডকে শক্ত প্রতিপক্ষ মানলেও জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী তিনি। অধিনায়ক বলেছেন, বিগত ম্যাচগুলোর পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে নিউজিল্যান্ডকে অবশ্যই হারানো সম্ভব।

ওদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক জেসে টাসকফ বলেছেন, বাংলাদেশ অবশ্যই শক্তিশালী দল। বিশ্বকাপের সেমিফাইনালে যারা খেলছে, তাদের তো দুর্বল মনে করার কোনো সুযোগ নেই। অধিনায়ক এও বলেছেন, সেমিফাইনালে অলরাউন্ড পারফরমেন্স যারা করতে পারবে তারাই ফাইনালে যাবে। জুনিয়র টাইগারদের ব্যাটিং আর বোলিং লাইনআপের প্রসংশা করেছেন কিউই অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে নিজেরা সেরাটা উজার করে খেলবেন বলে জানিয়েছেন।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে ভারত। আজকের জয়ী দল আগামী ৯ ফেব্রুয়ারি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে লড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়