শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজি ব্যবসায়ীর লটারিতে জেতা ১ লাখ ৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই

ডেস্ক নিউজ : তিনদিন আগে ব্যবসায়ী সমিতিতে ১ লাখ ৮০ হাজার টাকার লটারি জেতেন চট্টগ্রামের হাটহাজারী কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী মো. হোসেন। লটারির টাকা দিয়ে নতুনভাবে জীবনটাকে সাজানোর পরিকল্পনা করছিলেন তিনি। কিন্তু বিধি বাম।

মঙ্গলবার রাতে শর্টসার্কিটের আগুনে সেই টাকাসহ পুরো বাড়িটাই পুড়ে গেছে হোসেনের।

সবজি ব্যবসায়ী মো. হোসেন (৩২) হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকার আব্বাস আলী সওদাগর বাড়ির মৃত আবুল কাসেমের ছেলে।

হোসেন জানান, বাজারের সমিতিতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন তিনি। জমানো টাকায় ড্র হয় প্রতি মাসে। দু-তিনদিন আগে ভাগ্যের জোরে এবার লটারিতে তার নাম উঠেছিলো। পেয়েছিলেন ১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া সঙ্গে রেখেছিলেন ব্যবসার ৩ লাখ আর গরু বিক্রির ৫০ হাজার টাকা। রাতের আগুনে সব পুড়ে গেছে।

তিনি আরও জানান, রাতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে সর্বস্ব হারিয়ে তার পুরো পরিবার এখন খোলা আকাশের নিচে।

হাটহাজারীর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা জাকের হোসেন জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়