শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে করোনা ভাইরাসের ঝুঁকি থাকলেও সরাসরি চলছে ফ্লাইট

লাইজুল ইসলাম: চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস যাতে দেশে ঢুকতে না পারে সেই লক্ষে ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ ইতমধ্যে বিশ্বের ১৮টি দেশ তাদের ফ্লাইট চলচল বন্ধ ঘোষণা করেছে।

কিন্তু বাংলাদেশ সরকার এই বিষয়ে এখনো তাদের কোনো ধরনের সিদ্ধান্ত জানায়নি। তবে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, চীনে বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট এই মুহূর্তে চলাচল করছে না। প্রাইভেট এয়ারলাইন্সগুলো চলাচল করছে। এরমধ্যে দেশীয় একটি অন্যগুলো চীনের। সেগুলো বন্ধের বিষয়ে আমাদের বলার কিছু নেই। তবে যাত্রী কমে গেলে এমনিতেই বন্ধ হয়ে যাবে চলাচল।

বাংলাদেশ থেকে দেশীয় বিমান সংস্থা ইউএসবাংলা এয়ারলাইন্স ও দুটি চীনা এয়ারলাইন্স প্রতিদিন চীনে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। এছাড়া ড্রাগন এয়ারলাইন্স সপ্তাহে চার দিন হংকংয়ে ফ্লাইট পরিচালনা করছে। এর বাইরে চীন থেকে অন্য দেশ হয়ে বাংলাদেশে আসছে আরো ৫টি এয়ারলাইন্স।

ইউএস বাংলা কর্তৃপক্ষ বলছে, এখন চীনে ফ্লাইট বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেই। যাওয়ার সময় খালি গেলেও আসার সময় পূর্ণ হয়েই বিমান আসছে। তাই বন্ধ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সরকারি কোনো সিদ্ধান্ত হলে আমরা অবশ্যই সেটা মেনে নিবো।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, চীন থেকে জ্বর নিয়ে দেশে আসলে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু যারা সুস্থ অবস্থায় দেহে ভাইরাস নিয়ে আসছে তাদের বিষয়ে কারো কিছু করার নেই। তাই বিমান চলাচল বর্তমাণে খুবই ঝুঁকিপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়