শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে পেট ব্যাথার যন্ত্রনা সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

এইচ এম মিলন, কালকিনি প্রতিনিধি : পেটে ব্যাথার যন্ত্রনা সইতে না পেরে মাদারীপুরের কালকিনিতে ময়না বেগম(৩৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে ওই গৃহবধুর
ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সে উপজেলার ডাসার থানার পশ্চিম কোমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাগর হোসেনের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের আবদুর রশিদ খানের মেয়ে ময়না বেগম দীর্ঘদিন ধরে পেটে ব্যাথাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে ময়নার পেটে ব্যাথা প্রচন্ড বেড়ে যায়। এ ব্যাথা সইতে না পেরে গভীর রাতে ময়না বেগম নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাসঁ দিয়ে আত্মহত্যা করে।

বুধবার সকালে নিহতের বসত ঘরের জানালার ফাঁক দিয়ে বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

কালকিনি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হারুন অর রশিদ বলেন, নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। সে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে কালকিনি হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ রেজাউল করিম বলেন, নিহত ময়না দীর্ঘদিন অসুস্থ্য ছিলো। তাই সে এ অসুস্থ্যতা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়