শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন থেকে ৭ হাজার ১৪৬ জন যাত্রী এসেছে ১৬ দিনে

শাহীন খন্দকার : করোনাভাইরাসের হুমকির মুখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ২১ জানুয়ারি থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত গত ১৬ দিনে মোট ৭১৪৬ যাত্রী এসেছেন। তবে তাদের মধ্যে ৪৩ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হলেও কারো করোনাভাইরাস পাওয়া যায়নি। গত ১৬ দিনে চীনফেরত যাত্রীদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত¡ রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ল্যাবরেটরিতে ওই ৪৩ জন চীন ফেরত যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ দ্রুত উদ্যোগ নিয়ে নতুন করে ১০ জন চিকিৎসক পদায়ন দেন। এ নিয়ে বিমানবন্দরে পদায়নকৃত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৯ জনে। ফলে এখন থেকে প্রতি বেলায় কমপক্ষে তিন জন করে চিকিৎসক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

কোনো যাত্রীর গায়ে জ্বর ও শরীর খারাপ শুনলেই চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করবেন ও চিকিৎসা দেবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। আইইডিসিআর জানান, এর আগে প্রতিদিন ১০ থেকে ১১টি ফ্লাইটে কমপক্ষে ১৬০/১৭০জন করে যাত্রী আসায় চিকিৎসকদের পক্ষে সব যাত্রীর শারীরিক পরীক্ষা করা সম্ভব হয়ে উঠেনি।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিমানবন্দরে কর্মত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, স¤প্রতি চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় চীনফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। প্রতিদিন শাহজালাল বিমানবন্দরে চীনফেরত চারটি ফ্লাইট (চায়না ইস্টার্ন, চায়না নর্দান, ড্রাগন এয়ার ও ইউএসবাংলা)-এর যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা পরীক্ষা-নিরীক্ষার করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়